About Us

As a center of excellence, the college is committed to nurturing future generations of women leaders through its progressive and holistic academic programs

।। প্রস্তাবনা ।।

১৯৩২ খ্রীষ্টাব্দের ১৭ই জুলাই আশুতোষ কলেজের মহিলা শাখার যাত্রা শুরু হয়, স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র আইনজীবী ও শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায়। ১৯৫৮তে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আশুতোষ কলেজ ফর উইমেন-এর পথ চলার শুরু। অচিরেই স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের সহধর্মিণী শ্রদ্ধেয়া যোগমায়া দেবীর নামে নামাঙ্কিত হয় এই শিক্ষাপ্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ মহিলা কলেজ যোগমায়াদেবী কলেজে কলা-বিজ্ঞান-বাণিজ্য শাখায় স্নাতক স্তরে ১৮টি বিষয়ে সাম্মানিক পর্যায়ে পাঠদান করা হয়। মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির উদ্দেশ্যে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান শাখায় উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর স্তরে পাঠদানের অনুমতি দিয়েছেন কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে কলাশাখায় বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর স্তরে কলিকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত পাঠ্যক্রম প্রবর্তিত হয়েছে। এই পাঠ্যক্রমকে সুচারুভাবে পরিচালনার জন্য বিভাগীয় অধ্যাপকমণ্ডলীর পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ অতিথি অধ্যাপক রূপে তাঁদের অমূল্য অভিজ্ঞতায় সমৃদ্ধ করেন শিক্ষার্থীদের।